১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গুমের অভিযোগে অভিযুক্ত ২০ জন সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে । একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২০ জনের মধ্যে অধিকাংশই র‍্যাবে কর্মরত ছিলেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহির্গমন-১ এর উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ড. বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেফতার) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারওয়ার, র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মিফাত উদ্দিন আহমেদ, র‍্যাবের সাবেক গোয়েন্দা পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র‍্যাব-৪ এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র‍্যাব-১০ এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান, র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, র‌্যাব-১ এর সাবেক সিও লে. কর্নেল সারোয়ার-বিন-কাশেম।

এছাড়া সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া যায় এবং তদন্তের প্রয়োজনে ওই ২০ জন যেন দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিতপূর্বক দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে এসবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ২০ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। যাদের বিরুদ্ধে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে সাবেক ২২ সেনা ও দুই পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতের হামলার পালটা জবাবে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ শুরু, আকাশসীমা বন্ধ রেখেছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগ্রাসী সামরিক অভিযানের জবাবে পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। পালটা সামরিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ পরিচালনা করছে পাকিস্তান। একইসঙ্গে দেশের

৩৬টি স্থানে ৩০০-৪০০ ড্রোন হামলা, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতায় চাপে দিল্লি – স্বীকার করল ভারত

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ড্রোন অনুপ্রবেশ নিয়ে নতুন অভিযোগ তুলেছে ভারত। ভারতের দাবি, ৮ ও ৯ মে’র মধ্যরাতে

হবিগঞ্জে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তারা গুরুতর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বড় কৌশলগত চুক্তি করতে উদ্যোগী হয়েছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। তবে এই প্রচেষ্টার পথে বড় বাধা

Scroll to Top