১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উপদেষ্টা নাহিদের সই ‘জাল’ করে সিইও হওয়ার চেষ্টা

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কামরুল হাসান খন্দকারের শিক্ষাসনদ ভুয়া প্রমাণিত হওয়ায় নিয়োগ নবায়নের আবেদন নামঞ্জুর করেছে ।

এরপর বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিয়ে কামরুল হাসান খন্দকার কোম্পানিটির সিইও হওয়ার চেষ্টা করেন। সিইও পদ নবায়ন করতে আইডিআরএ’র কাছে তিনি নতুন যে আবেদন করেছেন, সেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নামে একটি ভুয়া সুপারিশপত্র দিয়েছেন। সেই সুপারিশপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সই জাল করে একটি সিল ব্যবহার করেন।

জানা যায়, কামরুল হাসানের নিয়োগ নবায়নের আবেদন করা হয় ২০২৩ সালের ৭ নভেম্বর। ওই আবেদনে তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয় ভারতের উত্তর প্রদেশের ডিমড ইউনিভার্সিটি থেকে ২০০২ সালে দূরশিক্ষণে এমবিএ পাস।

আবেদনের ২৯ দিন পর ৬ ডিসেম্বর আইডিআরএকে পাঠানো একটি চিঠিতে কামরুল হাসানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইবাইস ইউনিভার্সিটির দুটি সনদ দাখিল করা হয় এবং সেগুলো তার আবেদনে যুক্ত করার অনুরোধ জানানো হয়। ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র অনুসারে কামরুল হাসান খন্দকার বিএসএস পাস করেন ২০১৯ সালে এবং এমবিএ পাস করেন ২০২১ সালে।

পরে কামরুল হাসানের বিদেশি এমবিএ ডিগ্রির মান সমতাকরণ এবং ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র দুটির বৈধতার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রত্যয়নপত্র দাখিল করতে বলে আইডিআরএ। তবে কামরুল হাসান তার বিদেশি ডিগ্রির মান সমতাকরণ বা ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র দুটির বৈধতার বিষয়ে কোনো প্রত্যয়নপত্র দাখিল করতে পারেননি।

পরে শিক্ষাসনদ ভুয়া প্রমাণিত হওয়ায় গত ১৯ মার্চ যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের আবেদন নামঞ্জুর করে আইডিআরএ। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করলে রিভিউ আবেদনও নামঞ্জুর করে আইডিআরএ। ২০২৪ সালের ২ জুন দীর্ঘ শুনানি শেষে কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের রিভিউ আবেদন নামঞ্জুর করার সিদ্ধান্ত নেয় আইডিআরএ।

এদিকে, গত ২৪ ডিসেম্বর উপদেষ্টা নাহিদ ইসলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি আধাসরকারি পত্র দেন। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নিজেদের ব্যক্তি-স্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি/গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছে, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে। পাশাপাশি আমার সই নকল/জাল করে আমি সুপারিশ করেছি মর্মে অনেকেই বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে, যা এরই মধ্যে আমার গোচরীভূত হয়েছে। আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কেউ কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে বা তদবির করলে তা বিবেচনার সুযোগ নেই।

এতে আরও বলা হয়, আপনার প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর/সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে বা আমার সই নকল/জাল করে কোনো আবেদন দাখিল করা হলে তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার জন্য অনুরোধ করছি। আপনার আওতাধীন সব দপ্তর/সংস্থায় আমার বর্তাটি পাঠিয়ে এ ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হবিগঞ্জে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তারা গুরুতর

আবদুল হামিদকে আটকানোর পর ফোনে নির্দেশ: কীভাবে ছাড় পেলেন সাবেক রাষ্ট্রপতি?

নিজস্ব প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আকস্মিক দেশত্যাগ নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি মো.

আসিম জাওয়াদের ১ম মৃত্যুবার্ষিকী: এক বছর পরও থামেনি মায়ের কান্না

নিজস্ব প্রতিনিধি: চোখের জলে ভেজা সেই দিনটি আজও ভুলতে পারেননি স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের মা নাসরিন জাওয়াদ। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ৯

গুম হওয়া বিএনপি নেতা সুমনের বাসায় পুলিশ, পরে দুঃখপ্রকাশ ডিএমপির; এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরোয়ানা নিয়ে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় অভিযান চালানোর পর ভুল বুঝতে পেরে আন্তরিক দুঃখ প্রকাশ

Scroll to Top