৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসের সংকট চলছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় নগরবাসী চরম ভোগান্তিতে সময় পার করছেন।

কিন্তু গত কয়েকদিন যাবত লাইনে গ্যাস না থাকায় ঘরে রান্নাবান্না বন্ধ। এ সময় বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হয়েছেন।

পুরান ঢাকার বি কে গাঙ্গুলী লেন, গণকটুলী, নাজিরা বাজারসহ রাজধানীর বেশিরভাগ এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।

টানা কয়েকদিন গ্যাস না থাকায় ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন এলাকার বাসিন্দাদের কেউ কেউ। তাদের মধ্যে বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস কিনছেন। কেউ রান্না করছেন অবৈধ ইলেক্ট্রিক হিটারে, কেউ আবার রান্না বসাচ্ছেন তেলের চুলায়।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে অল্প গ্যাস আসে। তাও স্থায়ী হয় এক দেড় ঘণ্টা। গ্যাস না থাকলেও সময়মতো তাদের গুণতে হয় বিল। সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়ে তারা ঠিকমতো খেতে পারছে না। বাইরের খাবার খেয়ে তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান তারা।

এদিকে, ঘরে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় চাপ বেড়েছে এসব জায়গার রেস্টুরেন্টগুলোতে। তবে এতে তারা খুব বেশি স্বস্তি পাচ্ছেন না।

এ বিষয়ে তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ জানান, গ্যাস শিল্প, বিদ্যুৎ, সার, বাসাবাড়ি এবং সিএনজি তে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এর একটি প্রভাব বাসাবাড়ির ওপর পড়েছে।

তিনি আরও জানান, তিতাসের একটি ইউনিট রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ বন্ধ ছিলো। এর প্রভাবও এখানে পড়েছে। এ ছাড়াও শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top