১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুই ব্যবসায়ীকে হত্যাচেষ্টার নেপথ্যে জামিনে থাকা দুই শীর্ষ সন্ত্রাসী

দুই কম্পিউটার ব্যবসায়ীকে গত ১০ জানুয়ারি রাতে ঢাকার এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে কোপানো হয়। ২০-২৫ জন দুর্বৃত্ত মুখ ঢেকে, হেলমেট পরে চালায় এ হামলা। পরে ভাইরাল হয় চাপাতি দিয়ে কোপানোর একটি ভিডিও। ঘটনার পর সামনে এসেছে ৫ আগস্ট পরবর্তী সময়ে জামিনে ছাড়া পাওয়া অপরাধ জগতের শীর্ষ দুই মাফিয়ার নাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এ হত্যাচেষ্টার নেপথ্যে হাজারীবাগের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের ব্যক্তিগত আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দ্বন্দ্ব। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৫ ও ১৬ আগস্ট কারাগার থেকে জামিনে বের হন এই দুই সন্ত্রাসী। কারাগারে থাকা অবস্থায়ই তারা নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ।

যেভাবে হামলার শিকার হন দুই ব্যবসায়ী

গত ১০ জানুয়ারি (শুক্রবার) রাতে ব্যস্ত সড়কে প্রকাশ্যেই ২০-২৫ জন দুর্বৃত্তের এক থেকে দেড় মিনিটের অতর্কিত হামলার শিকার হন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান) যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক। এ ঘটনার ১০-১২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা দেখা গেছে।

হাত ও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেশাম এখনো হাসপাতালে ভর্তি। আর হাতে জখম নিয়ে চিকিৎসা শেষে ছাড়া পেয়ে ১১ জানুয়ারি রাতে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ব্যবসায়ী দীপু। ভুক্তভোগী ও মামলার বাদী দীপু মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের বড় ভাই।

দায়ের করা মামলায় তিনি চাঁদাবাজির জেরে হামলায় জড়িত হিসেবে ১০ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করেন। মামলায় প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ওরফে ইমন (৫২)।

মামলার অন্য আসামিরা হলেন- মুন্না (৪৭), আসিফ ঝন্টু (২৮), একেএম চঞ্চল (৪৩), শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী খোকন (৪০), সাইদ আসাদ (৪১), জসিম ওরফে কলা জসিম (৩৫), তুষার ওরফে কিলার তুষার (৩৫), তৌফিক এহসান (৬৩) ও মো. জাহিদ (৪৪)।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top