২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালানো হলে তার কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে।

মঙ্গলবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমাদের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি না তারা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) এত বড় ভুল করবে। এটি একেবারেই পাগলামি। এটি পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।

সাক্ষাৎকারে আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের প্রস্তাবেরও সমালোচনা করেন।

তিনি বলেন, ফিলিস্তিনকে এই অঞ্চল থেকে মুছে ফেলা সম্ভব নয়। ফিলিস্তিনিদের উচ্ছেদ করাও অসম্ভব। আমার পরামর্শ হলো, ফিলিস্তিনিদের বদলে ইসরাইলিদের সরিয়ে দিন। তাদের গ্রিনল্যান্ডে পাঠিয়ে দিন। এতে আমেরিকানরা একসঙ্গে দুটি সমস্যার সমাধান করতে পারবে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে কোনো পরমাণু চুক্তি করার বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আরাগচি বলেন, পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আমাদের বিশ্বাস অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে অনেক কিছু করতে হবে।

ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী কিনা, সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত শুধু ভালো কথাই শুনেছি, কিন্তু এটুকু যথেষ্ট নয়।

যদি ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য ইতিবাচক বার্তা পাঠায়, তবে ইরান কি আলোচনায় বসবে? এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, আমরা অবশ্যই তার কথা শুনবো। তবে আমরা যা শুনবো, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আমি এক্ষুণি বলছি না যে, আমরা তার সবকিছু প্রত্যাখ্যান করবো।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top