১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীদের তুমুল গোলাগুলিতে মেজরসহ নিহত ১৭

সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুই জায়গায় দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন মেজরসহ দেশটির নিরাপত্তা বাহিনীর চারজন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মির আলিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেইসময় গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানের সময় অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর হামজা ইসরার (২৯) নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানের সময় সিপাহী মুহাম্মদ নাঈম (২৬) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে ডন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এতে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। অন্যদিকে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাত্তা খেল ক্যাম্প থেকে গুন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এরপরেই নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়।

তবে এই ঘটনায় আইএসপিআরের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। দেশটির এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সাল ছিল গত একদশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় পুনরায় হামলার শঙ্কা

ইসরায়েলের সামরিক বাহিনী বন্দি বিনিময় স্থগিত হয়ে যাওয়ায় গাজায় আবারও হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে । এরই মধ্যে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠিয়েছে তারা। আগামী শনিবারের মধ্যে

ট্রাম্প মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারী ও কিশোরীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এখন

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি। তবে এ কথা উড়িয়ে দিয়েছে রিয়াদ।

ইইউ’র ওপর অবশ্যই শুল্ক আরোপ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো, কানাডা, চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন । তিনি বলেছেন, ইইউর বিরুদ্ধে নতুন শুল্ক ‘অবশ্যই

Scroll to Top