২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

শহীদ কাশেমের মরদেহ কাঁধে নিয়ে ঢাকায় ছাত্র-জনতার মিছিল

বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুরে আওয়ামী ‘সন্ত্রাসী’দের হামলায় আবুল কাশেম নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তার মরদেহের কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রার্থীরা।

মিছিলে তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামীলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’; আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘’আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’-ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গাজীপুরে অভ্যুত্থানের ৬ মাস পরে আমাদের ভাইকে কুপিয়ে শহীদ করা হলো। আমরা কিছুই করতে পারলাম না। মরদেহ সামনে নিয়ে বিগত দিনের ফ্যাসিবাদকে মনে পড়ছে। যে আওয়ামী লীগ আমার ভাইকে শহীদ করেছে সেই আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শহীদের মরদেহের শপথ করে বলছি, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হাসিনা সেই ফ্যাসিবাদের ধারা বজায় রেখে জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা হয়েছে। তাই এই মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজ স্বাধীনতার ৬ মাস পরও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। জুলাইয়ের একজন সৈনিক বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর রচনা করা হবে। শুধু নিষিদ্ধ করলেই হবে না, যারা বিভিন্ন ভাবে তাদের পক্ষ নিয়েছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যদি তা না করে বিপ্লবী ছাত্র-জনতা বিপ্লবকে সম্পন্ন করতে হাত তুলে নেবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজ স্বাধীনতার ৬ মাস পরও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। জুলাইয়ের একজন সৈনিক বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর রচনা করা হবে। শুধু নিষিদ্ধ করলেই হবে না, যারা বিভিন্ন ভাবে তাদের পক্ষ নিয়েছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যদি তা না করে বিপ্লবী ছাত্র-জনতা বিপ্লবকে সম্পন্ন করতে হাত তুলে নেবে।

ছাত্র-জনতার মিছিল শাহবাগ মোড়ে গিয়ে আবারও একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। অনেকে বিপ্লবী সরকারের দাবিতেও স্লোগান দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী রিয়াজুল ইসলাম, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে এবং সহযোদ্ধা কর্পোরাল মোঃ

র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন জুয়েলার্সের’ মালিক এম এ হান্নান আজাদের বাসায় র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১

দীঘিনালা খুদ্দামুল কুরআন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালা ইক্বরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ২৫ দিনব্যাপী কোরআন শিক্ষা

Scroll to Top