১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব শুরু হয়েছে

তারিখে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তত্ত্বাবধানে আয়োজিত এই পর্বটি ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। এর আগে, শুরায়ে নিজাম (জুবায়েরপন্থী) অনুসারীদের পরিচালনায় প্রথম পর্বটি ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে অনুষ্ঠিত হয়।

ইজতেমার এই তৃতীয় পর্বে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিচ্ছেন। তাদের জন্য ১৬০ একর জমির ওপর সুবিশাল প্যান্ডেল, নামাজের মিম্বর, বয়ান মঞ্চ, বিদেশি মেহমানদের কামরা, বিদ্যুৎ ও মাইকের সংযোগসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সিসি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ, এবং বিপুলসংখ্যক নিরাপত্তা কর্মীর মোতায়েন।

ইজতেমার আখেরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হবে। প্রতিবছর এই মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখ লাখ মুসুল্লি অংশ নিয়ে থাকেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top