আব্দুল হুমায়ুন (বিপ্লব কাজী ),ইতালি প্রতিনিধিঃ
শবে- বরাত প্রবাসী মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ রাত। এই রাতে প্রবাসী মুমিনরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে নামাজ ,ইস্তেগফার, ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় রত থাকেন। ইতালি প্রতিটি শহরে মুসলিম উম্মাহর মাঝে পবিত্র শবে- বরাত ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার পালনের দৃশ্য দেখা যায়।
শহরের মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকে শুরু হয় বিশেষ নামাজ, মিলাদ ও ওয়াজ মাহফিল। ধর্ম প্রাণ মুসল্লিদের ভিড়ে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয় । যেহেতু সবাই প্রবাসী এবং কর্ম স্থলে সকালে যেতে হবে তারপর অনেকে রাতভর ইবাদতে মগ্ন থেকে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেন।
ইতালি সিটি কর্পোরেশন এর সহযোগিতায় পুলিশ নিরাপত্তা বেবস্থা করা হয় বিভিন্ন স্থানে । মসজিদগুলোর সামনে যাতে কোনো অপৃত্তিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে সাদা পোশাকে নিরাপত্তা প্রহরী মোতায়েন এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়।

ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে ইতালি পাদোভা শহরে বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা উদযাপন
হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী)ইতালি প্রতিনিধি : ইতালি ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে ও বৈশাখী মেলায় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ ও শহর হতে