১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্তে ০৩ জন আসামীসহ বিপুল পরিমাণ মাদক আটক

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে শিবগঞ্জ সীমান্তে ০৩ জন আসামীসহ ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি প্রাইভেট কার আটক করা  হয়েছে।

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০১০০-০৫০০ ঘটিকার মধ্যে সোনামসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়। অতঃপর ০১ জন চোরাকারবারী প্রাইভেট কারযোগে কানসাট হতে সোনামসজিদ যাওয়ার পথে আনুমানিক ০২০০ ঘটিকায় শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে মাদক নেওয়ার উদ্দেশ্যে থামলে টহলদল ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি প্রাইভেট কারসহ (TOYATA SX CARINA) নিম্নবর্ণিত ০৩ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত চোরাকারবারীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

ক। মোঃ মানিক মিয়া (৩৯), পিতা-শুকুর আলী, গ্রাম-চরতারা নগর, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
খ। মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা-মোঃ রজত আলী, গ্রাম-চড়ক্ষিদিরপুর পশ্চিম পাড়া, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহী।
গ। মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, গ্রাম-বড়বনগ্রাম রায়পাড়া, পোষ্ট-ছোপড়া, থানা-শাহমুগদম, জেলা-রাজশাহী

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

একজন ‘মানবিক ইউএনও’র বিদায়

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি একজন ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি নিয়েই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে বৃহস্পতিবার বিদায় নিলেন নিশাত আনজুম অনন্যা । যোগদানের কিছু দিনের মধ্যেই

উজিরপুরে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন ইউএনও আলী সুজা

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮ নং শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মুনসুর মল্লিকের বাড়ি থেকে মুন্সিবাড়ি পর্যন্ত রাস্তার ইট সলিং

উজিরপুরে আইন শৃঙ্খলা, উপজেলা পরিষদের মাসিক সভা ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

৭ মে নিরাপদ সড়ক আন্দোলন’ (নিসআ) কুমিল্লা জেলা কমিটি ঘোষণা

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে সংঘটিত ঐতিহাসিক ছাত্র আন্দোলন তথা এশিয়ার সর্ববৃহৎ কিশোর বিদ্রোহ থেকে গঠিত সংগঠন “নিরাপদ সড়ক আন্দোলন”

Scroll to Top