আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫:চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে শুরু হয়েছে অমর একুশে বইমেলা, যা হয়ে উঠেছে বইপ্রেমী ও সংস্কৃতিমনাদের প্রাণের মিলনমেলা। মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে। এবারের মেলার প্রতিপাদ্য— “পড়ো বই, গড়ো মন, জানো ইতিহাস, ছড়াও আলো।”
মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১৫০টি প্রকাশনা সংস্থা। চট্টগ্রামের স্থানীয় প্রকাশনাগুলোর পাশাপাশি ঢাকার স্বনামধন্য প্রকাশকরা মেলায় নতুন বই এবং জনপ্রিয় লেখকদের স্বাক্ষরিত সংস্করণ নিয়ে হাজির হয়েছেন। মেলায় প্রথম দিনেই পাঠকের নজর কেড়েছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং সমসাময়িক সাহিত্য নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি নতুন বই।
প্রতিদিনের মূল আকর্ষণ লেখক ও পাঠকের সরাসরি আড্ডা। মেলার মঞ্চে প্রতিদিন কবিতা পাঠ, গল্প বলার আসর, বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাটক, গান এবং আবৃত্তির আয়োজনও দর্শনার্থীদের মন জয় করেছে।
প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ আলোয় ঝলমলিয়ে ওঠে। মেলার বিভিন্ন কর্নারে দেখা যায় বইপ্রেমীদের দল, কেউ গল্পে মশগুল, কেউ আবার পছন্দের বইয়ের পাতা ওল্টাচ্ছেন। আলোকচিত্র প্রদর্শনী এবং শিশুদের জন্য বইপড়া প্রতিযোগিতা মেলায় যুক্ত করেছে নতুন মাত্রা।
মেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল মেলার সার্বিক শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সক্রিয় রয়েছে।
এক তরুণ পাঠক বলেন, “চট্টগ্রামের এই বইমেলা আমাদের জন্য এক বিশাল উৎসব। শুধু বই কেনাই নয়, এখানে সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটে।”
চট্টগ্রামের অমর একুশে বইমেলা শুধু একটি ক্রয়-বিক্রয়ের আসর নয়, বরং এটি বাঙালির ভাষা ও সংস্কৃতির চেতনার প্রতীক। মেলাটি বইপ্রেমীদের হৃদয়ে আগামী বছরগুলিতেও স্মরণীয় হয়ে থাকবে।