৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১১

জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ১. মো: নুর আলম (৪২) – শান্তিগঞ্জ থানাধীন তেহকিয়া গ্রামের বাসিন্দা, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২. মো: কাওছার (৩৩) – সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৩. তাজউদ্দিন (৪৫) – সুনামগঞ্জ সদর থানাধীন বনগাঁও গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ৪. মনির হোসেন (৩৫) – সুনামগঞ্জ সদর থানাধীন বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। ৫. হারুন মিয়া (৪২) – জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। ৬. বাবুল মিয়া (৪০) – দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। ৭. আব্দুল্লা আল মামুন (২৮) – দোয়ারাবাজার থানাধীন ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। ৮. তাশরীফ হোসেন (২৪) – ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। ৯. জামশেদ আলী (৫০) – ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা, নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১০. ইসমাইল হোসেন (৬০), তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। ১১. সাইদুর রহমান সোহাগ (৩৭) – মধ্যনগর থানাধীন মধ্যনগর গ্রামের বাসিন্দা, মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সুনামগঞ্জ পুলিশ সূত্রে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এএসপি পলাশ সাহার মৃত্যু নিয়ে রহস্য : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে র‍্যাব-৭ এর সিনিয়র এএসপি ও ৩৭তম বিসিএস ক্যাডার কর্মকর্তা পলাশ সাহার মৃত্যু নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক তোলপাড়। প্রাথমিকভাবে এটিকে ‘আত্মহত্যা’

ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ: গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি:জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানো (পুশইন) কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার পররাষ্ট্র

খাগড়াছড়ি সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ, পুশব্যাকের চেষ্টা করছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে একসঙ্গে ৬৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বুধবার (৭ মে) ভোরে এসব অনুপ্রবেশকারীদের আটক করে বর্ডার গার্ড

চট্টগ্রামে র‍্যাব অফিসে এএসপির আত্মহত্যা, চিরকুটে পরিবারকে উদ্দেশ্য করে লিখেছেন দায়মুক্তির কথা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় র‍্যাব-৭ ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজের অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে

Scroll to Top