৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে জামায়াতে’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

মুরাদনগরে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’  পালন করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুরাদনগর জামায়াতে ইসলামী কার্যালয়ে এ দিবসটি পালন করা  হয়।
মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির আ ন ম ইলইয়াস  বলেন, ২১ শের ভাষাসৈনিক  শহীদ গোলম আজমকে মরনোত্তর সম্মাননা প্রদান করতে হবে।
আ ন ম ইলইয়াস আরো বলেন, ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল।
আন্দোলন দমনের জন্য  আইনশৃঙ্খলা বাহিনী ভাষা নিয়ে মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। তখন  গুলিতে প্রাণ হারিয়েছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরও অনেকেই। আমি মহান আল্লাহর কাছে শহীদ ভাষা সৈনিকদের  রূহের মাগফিরাত কামনা করছি।

বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য বিদেশী ভাষা  ব্যাবহার থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন সার্থক হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী উপজেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আবুবকর সিদ্দিক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খাগড়াছড়ি সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ, পুশব্যাকের চেষ্টা করছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে একসঙ্গে ৬৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বুধবার (৭ মে) ভোরে এসব অনুপ্রবেশকারীদের আটক করে বর্ডার গার্ড

চট্টগ্রামে র‍্যাব অফিসে এএসপির আত্মহত্যা, চিরকুটে পরিবারকে উদ্দেশ্য করে লিখেছেন দায়মুক্তির কথা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় র‍্যাব-৭ ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজের অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে

পাকিস্তানে ভারতীয় হামলায় ২৬ জন নিহত, বাংলাদেশর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানে উদ্ভূত সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭

জাতীয় ঐক্যের ডাক যুব ও আইন উপদেষ্টার, নারীনীতির বিরোধিতায় হতাশা

নিজস্ব প্রতিবেদক: সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার

Scroll to Top