৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম ,শেরপুর প্রতিনিধিঃ

“ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের অন্যতম সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালে “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র (প্রস্তাবিত) এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অত্র সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজাদ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং অত্র সমিতির প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর,
ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা,কর্মচারি, সমিতির সকল সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১১০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পুষ্টি মেলার

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টি মান উন্নয়নের উদ্দেশ্য শিশুর মা

তালায় উপজেলার উন্নয়নকল্পে সাংবাদিক ও সুধীজনদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯

মজু কোম্পানির বেয়াই কোরবান আলী, এলাকায় আবারও অপরাধের রাজত্ব

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানার হেয়াকো সিকদারখীল এলাকার কুখ্যাত সন্ত্রাসী, ইয়াবা সম্রাট, বনখেকো ও চাঁদাবাজ কোরবান আলী ওরফে কোরবান আলী সওদাগর

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দারুননাজাত তাখসীসির সাপ্তাহিক জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ “শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে”—এই গভীর অন্তর্দৃষ্টি-সম্পন্ন বাণীকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত তাখসীসি মাদ্রাসা শাখার

Scroll to Top