দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব ব্যাপক অভিযান পরিচালনা করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২১৮টি টহলদল মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ঢাকায় ৬৯টি এবং ঢাকার বাইরে ১৪৯টি টহলদল কাজ করছে। এছাড়া, অপরাধীদের কার্যক্রম নজরদারির জন্য সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব মাদকবিরোধী অভিযানসহ খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো অপরাধ দমনে তৎপর রয়েছে। সম্প্রতি কিছু দুষ্কৃতকারী হামলা ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ফেব্রুয়ারি দিনগত রাত থেকে র্যাবের অভিযান আরও জোরদার করা হয়েছে। এছাড়া, ভার্চুয়াল জগতে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইন নজরদারি চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা রোধে র্যাবের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নন-ক্যাডার কর্মকর্তাদের বদলিতে নতুন বিধিমালা, সচিবালয়ে কর্মচারীদের ক্ষোভ–আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিনিধি:নন-ক্যাডার কর্মকর্তাদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন বিধিমালার খসড়া তৈরি করেছে, যার ফলে কেউ আর দীর্ঘদিন একই কর্মস্থলে