২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

চিরতরে ইন্টারনেট শাটডাউন বন্ধ করতেই স্টারলিংক বাংলাদেশে আসছে, প্রেস সচিব

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে অনলাইন শাটডাউন চিরতরে বন্ধ করার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা জানিয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টে লেখেন, ‘অনলাইন শাটডাউন চিরতরে বন্ধ করার ইলন মাস্কের স্টারলিঙ্ক বাংলাদেশে ইনভাইট করে চালু হওয়ার মূল কারণ হচ্ছে অনলাইন শাটডাউন ব্যবসা চিরতরে বন্ধ করা। শেখ হাসিনা একনায়কতন্ত্র ১৬ বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট শাটডাউন হচ্ছে স্বৈরশাসক ও স্বৈরাচারীদের একটি প্রিয় হাতিয়ার বিক্ষোভ দমন করতে বা কোন প্রধান বিরোধী আন্দোলন দমন করতে। কিন্তু এই প্রক্রিয়ায়, হাজার হাজার ফ্রি ল্যান্সার আক্রান্ত হয়েছিল। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারিয়ে ফেলে। বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমন মানে ভবিষ্যৎ কোন সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। অন্তত বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার এবং ফ্রি ল্যান্সাররা নেট বন্ধ করার নতুন চেষ্টায় ক্ষতিগ্রস্ত হবে না।’

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা, টেসলা এবং এক্স-এর মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য অগ্রগতির বিষয়ে আলোচনা করেন তারা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জবির পুষ্পস্তবক অর্পণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একাত্তরের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির স্বাধীনতা দিবস পালিত হয়

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ আজ সকাল ৯ টার সময় রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ গতকাল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী নেসকোর কর্মচারী, পাবনা সদর থানাধীন

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযুদ্ধা সংসদ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

Scroll to Top