২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি: আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ হাসান ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেন মনোনীত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সভায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং নতুন নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান। দলের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নতুন আহ্বায়ক নাহিদ হাসান তার বক্তব্যে বলেন, “জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করবো এবং দলকে আরও সুসংগঠিত করে তুলবো।”

সদস্য সচিব আখতার হোসেন বলেন, “দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা আমাদের প্রধান লক্ষ্য। আমরা জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নতুন কমিটির অধীনে দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top