মোঃ হায়াত মাহমুদ, শরীয়তপুর: কীর্তিনাশা নদীতে হঠাৎ রাত্র এগারোটার সময় স্পীডবোটে ডাকাত এসেছে বলে এলাকাবাসীর হাকডাক শুনে সকলে নদীর তীরে আসলে আগন্তুকরা গুলি করে কয়েকজন কে আহত করে।
তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনতা স্পীডবোটটিকে ধাওয়া করে শরীয়তপুরের রাজগঞ্জে আটক করে। বেশ কয়েকজন কে ডাকাত সন্দেহ উত্তম মধ্যম দেয়।
তৎক্ষনাৎ সেনাবাহিনী সহ প্রশাসনের লোকজন আসলে জনতা প্রশাসনের নিকট ঐ লোকদেরকে সোপর্দ করে। জনতার উত্তম মধ্যমে কয়েকজন নিহত হবার গুঞ্জন শুনা যাচ্ছে। এখনো প্রশাসন থেকে বিস্তারিত কিছু জানানো হয় নি।