২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

করিমগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে গুজাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মাসুদকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সদস্যরা। রোববার (২ মার্চ) রাতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন বিকেলে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মাসুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ একই উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকার মৃত সৈয়দ আজিজুলের ছেলে।

ইউপি চেয়ারম্যান মাসুদ গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাসুদকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top