১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দীর্ঘদিন থেকে অচল সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট

মোহাইমিনুল হাসান,সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় আক্রান্ত। কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা এ ওয়েবসাইটের মাধ্যমে কলেজ সংক্রান্ত তথ্য জানার জন্য একাধিকবার চেষ্টা করলেও, বিভিন্ন কারণে ওয়েবসাইটটি অকার্যকর অবস্থায় রয়েছে। এতে কলেজের সেবার মান এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “কলেজের আগের ওয়েবসাইটটির অবস্থা খুবই খারাপ ছিল। এটি সঠিকভাবে কাজ করছিল না এবং শিক্ষার্থীরা বা কলেজের অন্য সদস্যরা তাতে প্রয়োজনীয় তথ্য পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিল।”

তিনি আরও বলেন, “আমরা এর সংস্কারের কাজ শুরু করেছি এবং নতুন একটি উন্নত ও তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করছি। আশা করছি, রমজান মাসের মধ্যেই এটি কার্যকর হবে। এতে কলেজের শিক্ষার্থীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য পাবে। এছাড়া, আমি ইতোমধ্যে একটি অ্যাপ প্লে স্টোরে চালু করেছি, যেখানে কলেজের সকল তথ্য পাওয়া যাবে। সেখান থেকে শিক্ষার্থীরা অ্যাপটি ইন্সটল করে কলেজের আপডেটেড তথ্য জানতে পারবে।”

এছাড়া, ছাত্রছাত্রীরা ও কলেজের অন্যান্য সদস্যরা আশা করছেন, নতুন ওয়েবসাইট ও অ্যাপটি কলেজের তথ্য সেবা আরও উন্নত করবে এবং ভবিষ্যতে আরও সহজ হয়ে উঠবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top