১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

মোঃ সাজেল রানা, অনলাইন প্রতিনিধিঃ

ঢাকা, ০৩ মার্চ ২০২৫ (সোমবার): বাংলাদেশের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সফল অভিযান পরিচালনা করছে।

এমনই একটি অভিযান পরিচালিত হয়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চর এলাকায়। আজ, ০৩ মার্চ ২০২৫ তারিখে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এ অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী/সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের অভিযান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা পালন করে এবং বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সর্বদা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে।

সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top