১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ওই নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম।

এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. মেজবাউল হক (মিজু), সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. উমর ফারুক, মো. মারুফ হাসান মিলু, মো. সাদনান শিহাব, আহসান হাবীব ও শ্রাবণী রায়।

দপ্তর সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেজবাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. আসাদ সৌমিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাসলিমা আক্তার, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক ছন্দা রানী রায়, এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।

তাছাড়াও নির্বাহী সদস্য হিসেবে ১৫ জনকে মনোনীত করা হয়েছে। যারা হলেন – মৌন আল আহমেদ (মাওলানা ভাসানী হল), সাদিয়া আফরিন কলি (জুলাই ৩৬ হল), সাকিব আহমেদ (রাফি) (ঈশা খাঁ হল), মোছাঃ ফারজিয়া লুবনা তুবা (বেগম রোকেয়া হল), মোঃ ইফতে খায়রুল ইসলাম উৎস (শাহজালাল হল), মোঃ ইমন ইসলাম (আশরাফুল হক হল), কে. এ. জুলফিকার (নাজমুল আহসান হল), তৌহিদা নাজনীন রিপা (তাপসী রাবেয়া হল), ডেভিড রায় (হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল), সাবিকুন নাহার সেতু (কৃষি কন্যা হল), মোঃ হযরত বিল্লাল হৃদয় (শহীদ জামাল হোসেন হল), আহমাদ আজাদ (ফজলুল হক হল), মেহেদী হাসান প্রিন্স (শহীদ শামসুল হক হল), মোছাঃ জ্যোতি আক্তার (সুলতানা রাজিয়া হল), মো. ইমরান (ময়মনসিংহ মেডিকেল কলেজ)।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top