১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন আটক

মোঃ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধিঃ

ভোলায় যৌথবাহিনীর অভিযানে ২টি দেশী আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ মো. নাজিম উদ্দীন (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (৫ মার্চ) রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্যে বাপ্তা গ্রাম থেকে তাকে আটক করা হয়। নাজিম উদ্দিন ওই গ্রামের বাসিন্দা

বুধবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ (স্টাফ অফিসার) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি দেশীয় কুড়াল জব্দ করা হয়। পরে জব্দকৃত সকল আলামতসহ তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top