অদ্য ৫ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়ন সহ চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এতে জনাব মশিউর রহমান খানকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকার বলে সদস্য সচিব ও অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব আক্কাস মিয়াকে শিক্ষক প্রতিনিধি এবং মোঃ শাহীন মিয়াকে অবিভাবক প্রতিনিধি হিসাবে মনোনীত করে আগামী ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।