ইবি প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সৃষ্টিশীল সংগঠন ‘বুনন’ এর উদ্যোগে ক্যাম্পাসের পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই মার্চ) ৫ম রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পদমদী প্রতিবন্ধী ও এতিমখানায় ইফতারের আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন বুননের সাবেক সভাপতি মোঃ নাহিদুর রহমান, সহ সভাপতি জেবুন্নাহার জেবু, বর্তমান কমিটির সভাপতি সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স সহ বুননের সাধারণ সদস্যরা। অনুষ্ঠানে বুননের সদস্যরা বিকেল ৩ টার দিকে যাবতীয় ইফতার তৈরির কাজ সম্পন করে সুন্দর বিকেল উপভোগ শেষে প্রায় ৪৩ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন,”আমাদের এই বুনন সংগঠন থেকে যতটুকু সম্ভব সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করে থাকি। সবাই দোয়া রাখবেন যেন প্রতিবছর এভাবে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে পারি। আজ এই শিশুদের সাথে সময় কাটিয়ে আমরা যেন শৈশবে চলে গিয়েছি।”
সাবেক সভাপতি মো. নাহিদুর রহমান বলেন, “২০২০ সালে এই এতিমখানাতে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সাথে প্রথম ইফতারি করি। আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারো বাচ্চাদের সাথে ইফতারি করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবেই সুবিধা বঞ্চিতদের সাথে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
সমাপনী বক্তব্যে বর্তমান কমিটির সভাপতি বলেন, “বুনন একটি স্বেচ্ছাসেবী সংগঠন,আমরা চেষ্টা করবো আগামীতেও সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে। সবাই দোয়া করবেন।