কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, সড়ক মেরামত, ড্রেন নির্মাণ, কালভার্ট ও ইট সলিং প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিআর প্রকল্পের বরাদ্দ ৯ লক্ষ টাকা, কাভিটা প্রকল্পের বরাদ্দ ১১ লক্ষ ৫০ হাজার টাকা এবং কাভিখা প্রকল্পের বরাদ্দ ৮ টন গম। এসব প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাতে থাকলেও প্রকল্পের কাজ সম্পর্কে বেশ কয়েকজন জনপ্রতিনিধি অবগত নন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হানান এই প্রকল্পগুলোর বরাদ্দ দলের দুই সদস্য মো. আব্দুল মতিন ও মো. সুন্দর আলীর হাতে দিয়েছেন। তবে অভিযোগ করা হচ্ছে যে, প্রকল্পের নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না, বরং এতে অনিয়মের আশঙ্কা রয়েছে।
এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুন্দরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রান্তিক পাল জানান, “আমরা সরকারি বিধিমালা অনুযায়ী বরাদ্দ ইউনিয়ন পরিষদকে দিয়েছি। এখন পরিষদ সঠিকভাবে কাজ বাস্তবায়ন করছে কিনা, তা তদারকি করা হবে।”