মোহাম্মদ রকিবুল হক(শাকিল), ফটিকছড়ি প্রতিনিধিঃ
শুক্রবার (৭ মার্চ ২০২৫) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানা তত্বাবধান জোন—৩ শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর জনাব ড. আ জ ম ওবায়েদুল্লাহ।
বক্তব্যে তিনি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন করার আহবান জানান।
তত্ত্বাবধান জোন—৩ এর পরিচালক ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাদিস বিভাগের প্রফেসর ড. শফিউল আলম ভঁুইয়া। এতে আরও বক্তব্য রাখেন জোন—৩ এর সহকারী পরিচালক ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, উপশহর—২ এর নায়েবে আমীর ড. ছাবের আহমদ, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, কোতোয়ালী থানা সহকারী সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা, ইসলামী আইন বাস্তবায়ন এসব বিষয়ে বর্তমান সরকারকে সময়োপযোগী সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, রমজানে আল্লাহর ভীতি, মানবকল্যাণ ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার চর্চা করতে হবে। সিয়াম ছাড়া অন্য ইবাদাত তাকওয়া সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে না। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে যেমন নামাজের মাধ্যমে মানুষকে দেখানোর সুযোগ রয়েছে, জাকাতের মাধ্যমে মানুষ দেখতে পায়, অন্তত যাকে জাকাত দেয়া হল সে তো জানতে পারে। রোজা কারো জন্য নয়, এটি একমাত্র আল্লাহর জন্য ফরজ করা হয়েছে। তিনিই এর প্রতিদান দিবেন।