নিজস্ব প্রতিবেদক:
কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জিয়ার রাজনৈতিক দল গঠনের সাথে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল।
শনিবার (৮ মার্চ) তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় টুকু আরও বলেন, ৬৯ গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলো কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি।
সব বিষয়ে পরিপক্কতা লাগে উল্লেখ্য করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। একটা গোষ্ঠী ঘোলা পানিতে পান শিকারের চেষ্টা করছে, যাতে পতিত স্বৈরাচার ফিরে আসে।
এসময় ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে টুকু বলেন, নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।