মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ এবং আসিয়া ধর্ষণকারীর ফাঁসির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) সকালে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরা একত্রিত হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং আট বছরের শিশু আসিয়ার ধর্ষণকারীদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবিতে জোরালো প্রতিবাদ জানান।
এ সময় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশব্যাপী ধর্ষণের প্রতিযোগিতা চলতেছে। প্রত্যেকদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ৮ থেকে ১০ টি ধর্ষণের খবর আসতেছে। পত্রিকার পাতা উল্টালে মনে হয় দেশে ধর্ষণের মহোৎসব চলছে। যেভাবে প্রতিনিয়ত নারী শিশু ধর্ষণ হচ্ছে সেভাবে দেশে বিচার হচ্ছে না। যদি বিচার করতে সরকার অপারগতা প্রকাশ করে তাহলে তাদেরকে পদত্যাগ করা ভালো,তা নাহলে জনগণ ক্ষমা করবে না।সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বলেন, দেশ আজ কারো জন্য নিরাপদ নয়, প্রত্যেকদিন দেশে যেভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, নারী নির্যাতন বেড়ে চলেছে এর জন্য ছাত্ররা জীবন দিয়ে আপনাদের ক্ষমতায় বসায়নি।যদি দেশে আইন-শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করে চলে যান। স্বাধীন বাংলাদেশে কোনও নারী, কোনও মা, কোনও বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।”
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন, আট বছরের শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি নিশ্চিতসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষিতা নারীদের ধর্ষক কে ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত করে তিন মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক আসমা বেগম, ইটাখোলা ইউনিয়ন মহিলাদলের সভাপতি হুমায়রা আক্তার সহ জেলা মহিলা দলের, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।