১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশব্যাপী নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

মোঃ নয়ন চৌধুরী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় তজুমদ্দিন সরকারি কলেজ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করে নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, যার ফলে নারীরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে। প্রশাসনের নির্লিপ্ততা ও রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তারা দাবি করেন, অবিলম্বে সকল ধর্ষক ও অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক।

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, সভাপতি পদ প্রত্যাশী মোঃ মাহদী হাসান সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল সর্বদা আন্দোলন চালিয়ে যাবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি  আঃ আজিজ খলিফার বিরুদ্ধে এলাকার  প্রভাবশালী মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

নান্দাইলে জামায়াতের সমর্থিত প্রার্থী – এড. আনোয়ারুল ইসলাম চাঁন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি: ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসাবে এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁনের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে পাকিস্তানপন্থা বলে কিছু নেই : হেফাজতে ইসলাম বাংলাদেশ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই— এমন মন্তব্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ এক বিবৃতিতে বলেন,

ডোমার উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা আব্দুল হাকিম

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল হাকীম। তিনি নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি

Scroll to Top