৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

ইতালি ভেনিস প্রবাসী বাংলাদেশি বংশভূত মুহাম্মদ জাহাঙ্গীর আলম এর সাফল্যের গল্প

হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধিঃ

ইতালি ভেনিস প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম তার সমাজ সেবার কাজের মাধ্যমে যেমন তার জন্মস্থান সন্দ্বীপের মানুষের কাছে যে সুনাম ও সম্মান পেয়েছেন তার একই ধারাবাহিকতায় ইতালি ভেনিস শহরের মাটিতে তার সততা মেধা,দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে তার নিজের কোম্পানি আতিকা এন্ড আতিফ এস. আর. এল  পরিচালনা করে আসতেছেন দীর্ঘ ১০ বছর এরও বেশি সততা এবং সুনামের সঙ্গে।
বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মরত আছেন ২৫-৩০জন বেশি কর্মী।তার সৎ এবং সততার মেধা দক্ষতা ও পরিশ্রমের ফলে তিনি বর্তমানে একজন সফল উদ্যোক্তার খ্যাতি অর্জন করেছেন।আজ সফল উদ্যোক্তা হিসেবে ইতালির বিভিন্ন পএপএিকায় তার সফলতার গল্প ইতালিতে আলোচিত, প্রশংসিত করে তুলেছে।

সংবাদ পত্রের শিরোনামে তার সফলতা গল্পের গল্প লেখা হচ্ছে যা আমাদের বাংলাদেশি প্রবাসীকমিউনিটির জন্য অনেক সম্মান এবং গৌরবের। একটি রেস্টুরেন্ট এ ডিস ক্লিনার হিসেবে প্রবাস কর্ম জীবন পথ শুরু করেন আজ সেই ব্যক্তি মুহাম্মদ জাহাঙ্গীর আলম ইতালি ভেনিস শহরের পর্যটন নগরীতে সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে ইতালিয়ান ও বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সুনাম ও সম্মান অর্জন করেছেন। তার বর্তমানে তিনটির বেশি লাক্সারি আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট আছে।তিনি দেশে এবং প্রবাসে বাংলাদেশী ও অন্যান্য বিদেশীদেরকে কর্মসংস্থান করে দিয়েছেন নিজের প্রতিষ্ঠানে। ইতালিতে বাংলাদেশি প্রবাসী কমিউনিটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে ও তার পরিবার এছাড়াও ধর্মীয় কালচার এবং বাংলাদেশি সংস্কৃতিকে ইতালির মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top