১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া বলেন, ‘ভুক্তভোগী ঐ নারী শ্বশুরবাড়িতে গৃহস্থালি কাজ করছিল। এ সময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে ঢুকে ঐ গৃহবধূকে জড়িয়ে ধরে। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে দেয়।’
১১/০৩/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় নুরতাজ আক্তার@মারিয়া (১৬), পিতা-নুর ইসলাম, মাতা-মরিয়ম বিবি, স্বামী-শামীম হোসাইন, গ্রাম-উত্তর মিলনপুর, ডাকঘর-ীঘিনালা, ০৭নং ওয়ার্ড, ০৩নং কবাখালী ইউপি, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা থানাধীন ০২নং কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর সাকিনে স্বামীর অনুপস্থিতিতে তাহাদের বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌনপীড়ন করে। বর্ণিত ঘটনায় ভিকটিম বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে এই সংক্রান্তে দীঘিনালা থানার মামলা নং-০৩, তারিখ-১১/০৩/২০২৫খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ১০ রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই মোঃ রফিকুল ইসলাম-এর অর্পণ করা হয়। মামলা তদন্ত অব্যাহত আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top