২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

দশ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাত্র দশ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন খান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করা হয়। পরদিন বুধবার (১২ মার্চ) ঝালকাঠির আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। জাকির হোসেন খান নলছিটি উপজেলার নাচনমহল এলাকার হাশেম আলী খানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন খান দশ টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজের অটো গ্যারেজে নিয়ে যায়। ঘটনাটি দেখে শিশুটির আট বছর বয়সী বড় বোন দ্রুত তাদের মাকে খবর দেয়। মা ছুটে এসে দেখেন, শিশুর প্যান্ট খোলা অবস্থায় রয়েছে, আর অভিযুক্ত পালিয়ে গেছে। সন্দেহ হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, “আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। শিশুটির পরিবারকে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে।”

শিশুদের প্রতি এমন ভয়াবহ অপরাধের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কঠোর পদক্ষেপই পারে এ ধরনের অপরাধ কমিয়ে আনতে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী রিয়াজুল ইসলাম, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে এবং সহযোদ্ধা কর্পোরাল মোঃ

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১

দীঘিনালা খুদ্দামুল কুরআন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালা ইক্বরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ২৫ দিনব্যাপী কোরআন শিক্ষা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জবির পুষ্পস্তবক অর্পণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একাত্তরের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

Scroll to Top