২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে এতিম শিক্ষার্থীদের নিয়ে খায়রুল গ্রপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আয়োজনে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের অভ্যন্তরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। খায়রুল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি, সাবেক পাবনা চেম্বার এন্ড কমার্সের সভাপতি ,লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমানের অভ্যর্থনায় ও খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহতাব গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব মাহতাব বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ , দৈনিক কাল বেলার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ন আহ্বায়ক ববি সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না , ঈশ্বরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ , সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আবুল কাশেম, বিএনপি নেতা বরকত আলী, চাঁদ আলী, সাবেক ছাত্রনেতা হাফিজুল রহমান মুকুল, জয়নগর শিমুলতলা বাজার সমিতির সভাপতি মুনসুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সারজিট হাসান সান্টু সহ অন্যান্যরা।

এর আগে রিসোর্টের অভ্যন্তরে তিন দিনব্যাপী মোট চার ক্যাটাগরিতে কোরআন তেলাওয়াত ও গজল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সম্মাননা এবং মাদ্রাসা শিক্ষকদের মাঝে আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
এসময় জয়নগর হাফেজিয়া মাদ্রাসা, সাহাপুর হাফেজিয়া মাদ্রাসা, জগনাথপুর হাফেজিয়া মাদ্রাসা ভাড়ইমারী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও সহস্রাধিক এতিম শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধিজন উপস্থিত ছিলেন। সঞ্চালনা ও মোনাজাত পরিচালনা করেন হাবিবুল্লাহ কাওসারী বিন হায়দারী সাহেব ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী রিয়াজুল ইসলাম, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে এবং সহযোদ্ধা কর্পোরাল মোঃ

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১

দীঘিনালা খুদ্দামুল কুরআন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালা ইক্বরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ২৫ দিনব্যাপী কোরআন শিক্ষা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জবির পুষ্পস্তবক অর্পণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একাত্তরের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

Scroll to Top