২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ

সারা দেশে চলমান নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলা শাখা।

বুধবার (১২ মার্চ) রাজশাহী কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রাজশাহী অঞ্চলের সাবেক সমন্বয়কারী শাহাদাত ইসলাম, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশব্যাপী ধর্ষণ ও শ্লীলতাহানি নারী ও শিশুদের করেছে ভীতি সন্ত্রস্ত, ঘরমূখো ও কোনঠাসা। তেমনি দেশকে করে তুলেছে অস্থিতিশীল। অল্প কিছু সংখ্যক পুরুষ রুপি পশু এ ধরনের পৈশাচিক কাজে লিপ্ত। ধর্ষক কে প্রকাশে শাস্তির আওতায় এনে ফাসি দিতে হবে, তবেই ধর্ষন বন্ধ সম্ভব। আমরা পুরো দেশ এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এক কন্ঠে এক স্লোগান তুলি, “আমরা নয় দর্শক,ছাড় পাবেনা ধর্ষক ”

রাজশাহী অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী ফারজানা ইয়াসমিন সুকুমন বলেন, সারাদেশে ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়েছে নারী ও শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত নিপিড়ন ও ধর্ষন। যা আমাদের সুশীল সমাজের জন্য ব্যাধি। আমরা চাই না আমাদের সমাজে নারী ও শিশুর প্রতি কোনো সহিংসতা হোক। তাই আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে ধর্ষন ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমরা চাই ধর্ষক মুক্ত সমাজ ব্যবস্থা যেখানে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং সুস্থ কর্ম পরিবেশ তৈরি হবে। যারা ধর্ষনের মতো জঘন্য কাজে জড়িত থাকবে তাদের দ্রুত আইনের আওতায় এনে অল্প সময়ের মধ্যে বিচার ব্যাবস্থা কার্যকর করতে হবে।

এ ছাড়া মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারা দেশব্যাপী চলমান নারী ও শিশু নির্যাতনসহ চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানান।

এসময় বক্তারা বর্তমানে নারীদের ওপর যেভাবে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে তা প্রতিরোধে আইনের কার্যকারিতা বৃদ্ধির দাবি জানান। ধর্ষণকের শাস্তি একমাত্র ফাঁসি নিশ্চিতের দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চলের সাবেক সমন্বয়কারী শাহাদাত ইসলাম, রাজশাহী জেলার সাবেক সমন্বয়কারী সেলিম রেজা ও সবেক কর্মশালা সম্পাদক নাসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলার সোশ্যাল ওয়ার্ক ইউনিটের কর্মশালা সম্পাদক সাকিব আল হাসান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী ফারজানা ইয়াসমিন সুকুমন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী সুফল কুমার, হাঙ্গার প্রজেক্ট-এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমানসহ আরো অনেকেই।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতন রোধে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির লেখক ফোরামের পাঠচক্র অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রতি মাসের মতো রমজান মাসেও পাঠচক্রের আয়োজন করেছেন। বুধবার (২৬ মার্চ) সকাল ১১টা

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ইবি রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা নিবেদন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স

গবাদিপশুর কৃমিরোগের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে জানালেন বাকৃবির বিশেষজ্ঞ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: গবাদিপশুর কৃমি সংক্রমণ একটি সাধারণ সমস্যা হলেও এটি গরুর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে, যা একজন খামারির অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ

জবির টিএসসিতে দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগ উঠে দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দুজন হলেন জবি শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

Scroll to Top