১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সেহরি বিতরণ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও আবাসিক হলগুলোর নিরাপত্তাকর্মীদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ও তার অনুসারীরা দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এই সেহরির খাবার বিতরণ করেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

শফিকুল ইসলাম বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে লড়াই-সংগ্রাম করেছে। এই ছাত্রদলই এখন মানবিক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাওয়া মানুষদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদলের নেতাকর্মীরা এই পবিত্র রমজান মাসেও সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।”

বাকৃবি ছাত্রদলের এমন মহতী কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সংস্কারের নামে যেন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না হয় – বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল

হেফাজতের ২৪ ঘণ্টার আলটিমেটাম: “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করব” – আজিজুল হক ইসলামাবাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে শ্রমিক সমাবেশে অ্যাড. আসলাম মিয়া, চাঁদাবাজির টাকায় মনোনয়ন কিনতে চান বিএনপির এক নেতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে কোটি

“তিন হাজার সাহসী মুসলমান ইতিহাস বদলে দিয়েছিল, আমরাও পারব”— মাওলানা জাহাঙ্গীর আলম

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে আজ (১০মে) শনিবার মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি -সেক্রেটারি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাপতি

Scroll to Top