১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসলামী ঐক্যের বিকল্প নেই -প্রিন্সিপাল মজদুদ্দিন আহমদ

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ বলেন, শুধুমাত্র ঐক্যের বক্তব্য দিলেই চলবেনা, বাস্তবমুখী ঐক্যের কাজ করতে হবে, অন্যথায় আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। জুলাই বিপ্লবের পর ইসলামী অনুশাসনের জন্য বাংলাদেশের ভূমি উর্বর হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন ইসলামী অনুশাসন দেখতে চায়। তাই ইসলামী দল গুলোর সাথে সাধারণ মানুষের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ইসলামী দল গুলোর ঐক্যের বিকল্প নেই।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টায় নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে শাখা সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সেক্রেটারি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মো: আব্দুল হান্নান, বাংলাদেশ জামাতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মো: ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ড. মুনসি নাসির উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, কওমি মাদরাসা ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, বাংলাদেশ লেবারপার্টি সিলেট মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমাদ হেলাল, সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে. এম. রফিকুজ্জামান, সংগঠনের মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান, ইসলামি যুব মজলিস সিলেট মহানগর শাখা দায়িত্বশীল আফজাল হোসেন কামিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হেফাজতের ২৪ ঘণ্টার আলটিমেটাম: “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করব” – আজিজুল হক ইসলামাবাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে শ্রমিক সমাবেশে অ্যাড. আসলাম মিয়া, চাঁদাবাজির টাকায় মনোনয়ন কিনতে চান বিএনপির এক নেতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে কোটি

“তিন হাজার সাহসী মুসলমান ইতিহাস বদলে দিয়েছিল, আমরাও পারব”— মাওলানা জাহাঙ্গীর আলম

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে আজ (১০মে) শনিবার মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি -সেক্রেটারি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাপতি

মনোহরদীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (দক্ষিণ) থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত

Scroll to Top