১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা

জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার অন্তর্গত প্রস্তাবিত চন্দ্রগঞ্জ থানার অধীনে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২ নং ওয়ার্ডে নিজ বাড়ির পাশে নাহিদুল ইসলাম রাব্বি নামের জামায়াতে ইসলামের এক কর্মিকে শ্বাসরোধ করে একদল দুর্বৃত্তরা হত্যা করার চেষ্টা করে। এসময় ছেলেটার আওয়াজ শুনে এলাকাবাসী উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা ছেলেটাকে হাত – পা বেঁধে রেখে যায়। এমতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্বার করে অচেতন অবস্থায় তাহাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।


প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন এটা অবশ্যই একটা পরিকল্পিত হত্যাচেষ্টা। উল্লেখ্য নাহিদুল ইসলাম রাব্বি তারাবিহ নামাজ শেষ করে আসার সময় পথেই এই ঘটনা ঘটে।  তবে স্থানীয় জাময়াতের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক একটা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
বক্তারা বলেন নাহিদের প্রতি এই ঘটনা অবশ্যই পূর্ব পরিকল্পনা। জামায়াতের ক্রমান্বয়ে দিন দিন জনপ্রিয়তা বাড়তি দেখে একদল ব্যক্তিদের সহ্য হচ্ছে না। যার ফলে জামায়াতের কর্মীদের এইভাবে হত্যা করার মত হীন চেষ্টাও এরা করতে পিছপা হয়নি। বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করে প্রতিবাদসভা শেষ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে শ্রমিক সমাবেশে অ্যাড. আসলাম মিয়া, চাঁদাবাজির টাকায় মনোনয়ন কিনতে চান বিএনপির এক নেতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে কোটি

“তিন হাজার সাহসী মুসলমান ইতিহাস বদলে দিয়েছিল, আমরাও পারব”— মাওলানা জাহাঙ্গীর আলম

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে আজ (১০মে) শনিবার মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি -সেক্রেটারি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাপতি

মনোহরদীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (দক্ষিণ) থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত

ঝিকরগাছায় জামায়াতের ঋষী পল্লিতে অসহায় পরিবারে টিন বিতরণ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি: ঝিকরগাছা জামায়াতের ঋষী পল্লিতে অসহায় পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। শনিবার ( ১০ মে) সকাল ৯ টায় উপজেলা জামায়াতের

Scroll to Top