৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জ -৫ আসনের এমপি আফজাল হোসেন গ্রেফতার

মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী) এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আফজাল সুজের মালিক।
তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এ সময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।

আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকাল নাগাদ পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাঁদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।
একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোরের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালবেলা ও বাংলানিউজ২৪.কম অনলাইন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসলামী আন্দোলনের গর্জনে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জনস্রোতে মুখরিত হয়ে উঠলো মতবিনিময় সভা

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ খোকসা পৌরসভা ৪ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ – এর আয়োজনে ৬ মে এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছরের

পাবনায় এ্যাডঃ মাসুদ খন্দকারের ওপর হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ এর সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বাসায় হামলার

গোয়াইনঘাটে খেলাফত মজলিসের দাওয়াতি গণসংযোগ

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি: খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ চলছে ১লা মে থেকে। চলবে ৩১শে মে ২০২৫ পর্যন্ত। এর ধারাবাহিকতায় খেলাফত মজলিস গোয়াইনঘাট

Scroll to Top