মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে গভীর রাতে প্রবাসী ফয়সালের ঘরে চুরির করার পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও একটি গর্ভবতী ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসময় প্রবাসীর স্ত্রী সন্তানরা বাড়িতে ছিলেন না বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এর আগে রোববার রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চাপড়াশি বাড়ির পুল সংলগ্ন প্রবাসী ফয়সালের ঘরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ফয়সালের বসতঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে লোকজনের ডাক চিৎকার পেয়ে ছুটে আসেন তারা। পরে স্থানীয় ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।
প্রবাসী ফয়সালের স্ত্রী জাহিদা বেগম আরো বলেন, তিনি ওই রাতে বাবার বাড়ি পার্শ্ববর্তী শম্ভুপুর গ্রামের হাজী ওখিলাদ মুন্সী বাড়িতে বেড়াতে যান। রাত দেড়টার দিকে মোবাইলে বাড়ির লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখেন সবকিছু পুড়ে শেষ। এসময় আসবাবপত্রের পাশাপাশি ঘরে বাঁধা অবস্থায় একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়।
তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মোখলেছুর রহমান জানান রাত ২টায় শম্ভুপুর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘরসহ মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দোষীদের সনাক্ত করার চেস্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।