১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জের তাড়াশে চার হাজার কেজি ভিজিএফের চাল জব্দ

সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে ৪ হাজার ১ কেজি চাল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়ন ভিজিএফরএর চাল বিতরণের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মো. আশরাফ আলী। তিনি জানান, বিতরণ অনিয়মের অভিযোগ উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে ৫০ কেজি ওজনের ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে।

রোববার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের চলছিল। দুপুরের পর থেকে দুস্থ হতদরিদ্রদের বদলে কালোবাজারি চাল নিতে আসলে স্থানীয় এলাকাবাসীর বাধায় চাল বিতরণ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই ইউপি সদস্যরা পালিয়ে যায়। পরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যানের সাথে যোগসাজশে ইউপি সদস্য ৫ শত কার্ড কালোবাজারিদের নিকট বিক্রি করেছে।

২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণের কথা ছিল। সেই মোতাবেক নওগাঁ ইউনিয়নে ২ হাজার ৩৫৩ জন উপকারভোগী প্রত্যেকে ১০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা কম বিতরণ করা হয়েছে।

নওগাঁ ইউনিয়ন জামাতের সভাপতি ফজলুল রহমান জানান, ইচ্ছে মতো চেয়ারম্যান, সচিব ও মেম্বারা চাল বিতরণ করছিল। বেশ কিছু চাল কালোবাজারিদের নিকট বিক্রি করতে চেয়েছিলেন জামায়াতের লোকজনের বাঁধার মুখে পণ্ড হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব বলেন, দুঃস্থ ও অসহায়দের জন্য চাল বরাদ্দে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন পরিষদের সচিব আলাউদ্দিন হোসেন জানান, চেয়ারম্যান ও ইউপি সদসরা তালিকা তৈরি করছেন সেই মোতাবেক বিতরণ চলছিল স্থানীয় এলাকাবাসীর বাধায় চাল বিতরণ বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু নিকট জানতে চাইলে তিনি জানান, জরুরি কাজে ঢাকায় আছি চাল বিতরণের দায়িত্ব সচিব ও ইউপি সদস্যদের।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

  নিজস্ব প্রতিবেদক: এক প্রতিবেশীকে খুশি রাখতে আরেক প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া কোনো স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম: পেঁয়াজে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম। পহেলা বৈশাখের পর থেকে বেড়েছে পেঁয়াজের দামও। তবে কমেছে মুরগির দাম। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ

Scroll to Top