লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ
আজ সকাল ৯ টার সময় রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মিছিল নিয়ে আলহাজ্ব মোড়স্থ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এসময় বিএনপি ও অংগ সংগঠনের নেতারা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিযয়া পিন্টু, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, এস এম ফজলুর রহমান, আজমল হোসেন ডাবলু, আজিজুর রহমান শাহিন, দুলাল সরদার, বিষ্ট সরকার, আবু সাঈদ লিটন, দুলাল মন্ডল, জাহাঙ্গীর আলম (ঠাকুর জাহাঙ্গীর), ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল,বিএনপি নেতা আতাউর রহমান পাতা। ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জানি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুর রহমান জুয়েল, মামুনর রশীদ নান্টু, আক্তার হোসেন নিফাসহ বিপুল সংখ্যক নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।