৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী রিয়াজুল ইসলাম, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে এবং সহযোদ্ধা কর্পোরাল মোঃ মিজানুর রহমান বিশ্বাস (অবঃ)-এর পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইকবাল হোসেন (অবঃ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ হামিদুর রহমান (অবঃ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল জলিল (অবঃ)। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম (অবঃ), সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাইনুল ইসলাম (অবঃ), কোষাধক্ষ্য সার্জেন্ট মোঃ কামরুল ইসলাম (অবঃ) এবং প্রচার সম্পাদক সার্জেন্ট কাজী রিয়াজুল ইসলাম (অবঃ)।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব হাজী মাওলানা মোহাম্মদ তৌহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা একাত্তরের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাদ জুমা সমাবেশ: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চ তৈরির কাজ চলছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে দেখা

‘মুক্ত চিন্তা বাংলাদেশ’ ময়মনসিংহ জেলার আহবায়ক কমিটি গঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: দেশের চিন্তাশীল ও বুদ্ধিবৃত্তিক মানুষের সমন্বয়ে গঠিত বুদ্ধিজীবী সংগঠন “মুক্ত চিন্তা বাংলাদেশ” ময়মনসিংহ জেলা কমিটির ৬১ জনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

চাকুরীর দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক গ্রেফতার

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য সাইদুর রহমান বিপ্লব কে গ্রেপ্তার

খোকসায় ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পুঃ, খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুরে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

Scroll to Top