২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৫ হাজার মানুষের জন্য ইফতার আয়োজন করে গোলাম মোস্তফা

মো: ইসমাইল হোসেন, রাজশাহী প্রতিনিধি:

মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন এবং মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সম্মানে বিড়ালদহ কলেজ মাঠে ২৬ মার্চ (বুধবার) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কোষাধ্যক্ষ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে (পুঠিয়া-দুর্গাপুর-৫) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আমাদের প্রিয় নেতা জনাব গোলাম মোস্তফা।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা। তিনি বলেন, সামনে জনগণের জন্য কঠিন সময় আসছে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের মধ্যে বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করতে পারবে না; স্বৈরাচারী দলের স্থান এদেশের মাটিতে হবে না।

তিনি জোর দিয়ে বলেন, “আমার একটাই দল, বিএনপি। আমি বেগম খালেদা জিয়া ও দেশরত্ন তারেক রহমানের আদর্শে রাজনীতি করি।” তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী যুবদলের সাবেক ছাত্রনেতা জনাব জুলফিকার রহমান ভূট্টো। তার নেতৃত্বে ইফতার মাহফিলের পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া, তিনি পুঠিয়া-দুর্গাপুর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, “মিথ্যা মামলায় কারাবন্দি জীবন কাটাতে চাই না; স্বাধীনভাবে পড়াশোনা করতে হবে এবং দেশের মানুষের পাশে থাকতে হবে। তারেক রহমানের নির্দেশে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দুলাল। তিনি বলেন, “স্বৈরাচারীদের এদেশে কোনো স্থান হবে না। মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মী কারাবন্দি ছিলেন, আমরা তাদের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব।”

ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। মুসল্লিরা বিশেষ খাবার হিসেবে বাঙালির ঐতিহ্যবাহী খাবার “আলোর ঘাঁটি” পরিবেশন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top