১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজাপুরে লাইলাতুলকদর নামাজরত অবস্থায় মসজিদে মুসল্লির মৃত্যু

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

পবিত্র লাইলাতুল কদর ও জুমাতুল বিদার পুণ্যময় রাতে নামাজ আদায় করতে গিয়ে মসজিদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৯০ বছরের এক প্রবীণ মুসল্লি। রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের সাহেব আলী (৯০)

দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাসের পর মাত্র চার বছর আগে গ্রামের বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায়ের জন্য মোল্লা ফাউন্ডেশন ওয়াকফ এটেস্ট জামে মসজিদে প্রবেশের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের বরাতে জানা যায়, সাহেব আলী ওযু শেষ করে দ্রুত মসজিদের ভেতরে প্রবেশ করছিলেন। ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। উপস্থিত মুসল্লিরা তাঁকে দ্রুত ধরে ফেলেন। মুসল্লি নিপু সিকদার, যিনি একজন হোমিও চিকিৎসক, তাঁর পালস চেক করে নিশ্চিত করেন যে সাহেব আলী আর জীবিত নেই।

এদিকে, নামাজরত মুসল্লি ইলিয়াস মোল্লা জানান, তিনি তখন ফরজ নামাজ আদায় করছিলেন। ইমাম সালাম ফেরানোর ঠিক আগমুহূর্তে সাহেব আলী মসজিদে প্রবেশ করেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি দেখেই ইমাম দ্রুত নামাজ শেষ করে তাঁর কাছে ছুটে যান।

মসজিদের ইমাম ইব্রাহিম খান বলেন, “সাহেব আলী ছিলেন আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি। পাঁচ ওয়াক্ত নামাজ তিনি সবসময় এখানেই আদায় করতেন। সেদিন একটু দেরি করে আসলেও, দুর্ভাগ্যবশত নামাজ শুরু করতে পারলেন না। তবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন এক পবিত্র রাতে।” তিনি আরও বলেন, “সেদিন ছিলো লাইলাতুল কদর ও জুমাতুল বিদার রাত— এমন এক বরকতময় রাতে মসজিদে এসে মৃত্যুবরণ করা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। আশা করি, আল্লাহ তাঁকে জান্নাতের প্রথম সারির মুসল্লিদের কাতারে স্থান দেবেন।”

সাহেব আলীর কোনো ছেলে সন্তান নেই, চার কন্যা সন্তানের মধ্যে তাঁর বড় মেয়াই দেখাশোনা করতেন। দীর্ঘদিন ঢাকায় থাকার পর, চার বছর আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং বড় মেয়ের সাথেই বসবাস করছিলেন। পরিবারে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র।

সাহেব আলীর নাতি, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জলিল আদিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ঢাকায় পড়াশোনা করি। ঈদের ছুটিতে বাড়িতে ফিরে নানাকে জড়িয়ে ধরেছিলাম, বুঝিনি সেটাই হবে শেষবারের মতো। আমরা প্রায়ই একসাথে মসজিদে নামাজ পড়তে যেতাম। কিন্তু সেদিন আমি একটু দেরি করেছিলাম, আর নানা চলে গিয়েছিলেন আগে। ভাবিনি, তিনি আর আমাদের মাঝে ফিরবেন না।”

মসজিদের সভাপতি হুমায়ূন কবির মোল্লা (৬২) বলেন, “আমি তখন মসজিদে নামাজরত ছিলাম। সাহেব আলী নামাজ আদায় করতে এসে মৃত্যুবরণ করেছেন, এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা সবাই তার জন্য দোয়া করি।”

একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহেব আলী নামাজের প্রতি অনুগত ছিলেন। পবিত্র রজনীতে মসজিদেই তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করা গ্রামবাসীর মনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তবে স্থানীয়রা মনে করেন, এমন এক রাতে, এমন এক পুণ্যময় স্থানে মৃত্যুবরণ করাকে সৌভাগ্য বলেই মনে করা উচিত। সাহেব আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তবে সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে ৬৫ পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করেন-ইউএনও

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শনে ডিসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক

নারী কমিশন বাতিলের দাবিতে ছাত্রী কাফেলার মানব বন্ধন

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি: নারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানব বন্ধন করা হয়েছে। আজ বুধবার উপজেলার মাদানি ছাত্রী কাফেলার উদ্যোগে এ

শিক্ষিকা লতিফা আক্তারের বিরুদ্ধে ‘উদ্ধত আচরণ’

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চেয়ার তুলে’ ও ’স্যান্ডেল উঁচিয়ে’ মারতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে ওই

Scroll to Top