লালন ছবি আছে, ঈশ্বরদী প্রতিনিধিঃ
আজ সকাল ১২ টার সময় ঈশ্বরদী উপজেলা বাস টার্মিনাল অফিস কেন্দ্র ১০০ শ্রমিকের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল হক মুকুল, বুলবুল হোসেন, কমরেড রফিকুল ইসলাম, জীবন কুমার দাস, শাহিন আহমেদ, মিজান, কিরণ, অলোকসহ ঈশ্বরদী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তাদের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ১০০শ্রমিককে খাদ্য সামগ্রীও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈশ্বরদী উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন আমাদের মোট ৭০০ শ্রমিক আছে তাদের মধ্যে আর্থিকভাবে অসচ্ছল ১০০ শ্রমিককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিততরণ করেছি। প্রয়োজনে আরো ব্যবস্থা করে আমরা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করতে চেষ্টা করব।