মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন চেয়ারম্যান ড. মুহাম্মাদ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শাখার আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আমির শহিদুল্লাহ সুমন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা কাজি মুহাম্মাদ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মাদ রেজাউল করিম দেশের অর্থনৈতিক অবস্থা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে আলোচনা করেন। তিনি দেশকে আরও উন্নত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নয়নে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।