মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে বিপদগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আজ (০৩ এপ্রিল) জরুরি ত্রাণ এবং মেডিকেল সহায়তা প্রদান করেছে। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করেছে।
এদিকে, নৌবাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে সার্বিকভাবে পরিস্থিতি মোকাবিলার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য, ঔষধ, পানি এবং অন্যান্য জরুরি সহায়তা সামগ্রী সরবরাহ করছে। সংকট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে নৌবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, “সংকটকালে জনগণের পাশে থাকা শুধুমাত্র দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকার।