৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে খোকসায় হাজারো মানুষের প্রতিবাদ মিছিল

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি:
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে বাংলাদেশের খোকসা। জামায়াত ইসলামি খোকসা উপজেলার উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ।

অদ্য ৭ এপ্রিল, সোমবার বিকাল ৫টায় খোকসা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খোকসা বাজার ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন খোকসার সর্বস্তরের জনগণ, যাদের মুখে ছিল একটাই স্লোগান, আমরা সবাই মুসলিম, ফিলিস্তিনের পাশে আছি।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার খান। তিনি বলেন, “ইসরাইল একটি জালিম রাষ্ট্র। ফিলিস্তিনের উপর তারা যে নির্মম গণহত্যা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। মুসলমানদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়।

খোকসা জামায়াতে ইসলামী আমীর মোঃ নজরুল ইসলাম বলেন, কে জামায়াত, কে আওয়ামী লীগ, কে বিএনপি এই বিভেদ ভুলে যাওয়ার সময় এখন আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান। ফিলিস্তিনের ইস্যুতে পুরো বিশ্বের মুসলমানদের এক কণ্ঠে আওয়াজ তোলা উচিত।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এবং প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বরের কিডনী নষ্ট শোনে গৃহবধুর বিদায়, ছেলেকে বাচাঁতে মায়ের আকুতি

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক দরিদ্র মায়ের সন্তান রাজুর দুটো কিডনীই প্রায় অকেঁজো হয়ে গেছে। তবে একটি কিডনী হলেও বাচঁতে পারে

গুরুদাসপুরে পুকুর খনন যন্ত্রের আঘাতে পঙ্গু হওয়ার পথে ভ্যানচালক সাইদুল

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: সুস্থ্য-সবল মানুষ ছিলেন সাইদুল ইসলাম (৩৫)। ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতেন। তবে আজ (৬ মে) মঙ্গলবার সকালে তার জীবনে

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা  সফরের শুরুতেই তিনি রহনপুর এবি

কুষ্টিয়ার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, উঠেছে বিধি লঙ্ঘনের অভিযোগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়াদ্দারকে সাময়িক বরখাস্তকে কেন্দ্র করে একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে

Scroll to Top