৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে আহত একাধিক, মামলা দায়ের গ্রেফতার-১

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে হোসেনপুর পৌর এলাকার এক নং ওয়ার্ড কাইছনা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক লোকজন আহত হয়েছে। আহতরা হলেন, কাইছমা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হোসেনপুর পৌর এলাকার পত্রিকার হকার ফখরুল ইসলাম ও তার স্ত্রী তানিয়া আক্তার আহত হয়েছেন। অপরপক্ষের আব্দুল কুদ্দুসের ছেলে আমিরুল হক আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় (৬ এপ্রিল) আহত আমিনুল হক বাদী হয়ে আট জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নং আসামি পত্রিকা হকার ফখরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে আহত ফখরুল ইসলামরে স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। জরুরী প্রতিকার দাবি করেছেন। এ দিকে মামলায় পত্রিকার হকার ফকরুল ইসলাম গ্রেফতার হওয়ায় হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পত্রিকা সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন।

সরেজমিনে গিয়ে জানাযায়, হোসেনপুর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের কাইছমা গ্রামের মামলাকৃত জায়গায় আমিনুল হক জোরপূর্বক মাটি কাটার সময় ফখরুল ইসলাম বাধা দিতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিনুল হক গং তাদের দল বল নিয়ে পত্রিকার হকার ফখরুল ইসলাম(৩৫) ও তার স্ত্রী তানিয়া (৩২) পিটিয়ে আহত করেন। ফখরুল ইসলামের ভাই এরশাদ হোসেনপুর পৌরসভা,১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের লোকজন প্রতিহতের চেষ্টা করলে আরো কয়েকজন আহত হন।

অপরদিকে ফখরুল ইসলাম গং আমিনুল হককে পিটিয়ে আহত করে। ফখরুল ইসলামের স্ত্রী তানিয়া জানায়, সম্পর্কে আমিনুল হক আমার স্বামীর আপন মামাতো ভাই। দীর্ঘ সময় ধরে আমিনুল হক ক্ষমতার প্রভাব দেখিয়ে আসছে আমাদের উপর। এর আগেও একবার বাড়িঘরে আগুন দিয়েছিল। আমিনুল ও তার পরিবারের সদস্যরা আমার স্বামী এবং আমাকে সহ পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। এ বিষয়ে মুঠোফোনে আমিনুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমিতে মাটি ভরাট করতে গেলে আমার উপর তারা অতর্কিত হামলা চালিয়ে আমাকে আহত করে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন পত্রিকার হকার ফকরুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছে। ফখরুলের স্ত্রী তানিয়া আক্তার একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে তুলে নিয়ে ১ লক্ষাধিক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আবু হানিফ নামে এক যুবককে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তুলে ১ লক্ষ ১০ হাজার

‘জুলাই ঐক্য’ নামে নতুন জাতীয় জোটের আত্মপ্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গঠিত হচ্ছে নতুন একটি জাতীয় জোট। বিভিন্ন

দীঘিনালাতে ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি গত ২৬ মার্চ নতুন বাজার বোয়ালখালী বাজারে ২৬ টি দোকানে অগ্নিকাণ্ডের সাথে জড়িত নুরুল ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫

Scroll to Top